কলাপাড়া প্রতিনিধি॥
পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দলের জেরে প্রকাশ্য দিবালোকে মনিরুল ইসলাম ইমন (২২) ছাত্রলীগ নেতাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার সকাল দশটায় পৌর শহরের মহিলা ডিগ্রি কলেজের সামনে ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। পৌর শহরের ৭নং ওয়ার্ডের শাহজাহানের ছেলে ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও কলাপাড়া ছাত্র কল্যাণ পরিষদের সহ-সভাপতি। স্থানীয়দের সূত্রে জানা যায়, ইমন একটি কম্পিটারের দোকানে এসেছিল। এসময় একদল সন্ত্রাসীরা তাকে ডেকে মহিলা কলেজের সামনে নিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে। পরে তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এদিকে এমন নৃশংস ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পরেছে গোটা পৌর এলাকায়।
আহত কলেজ ছাত্র মনিরুল ইসলাম জানান, তিনি এবং তার এক বন্ধু মহিলা কলেজ সংলগ্ন একটি দোকানে বসা ছিলেন। এসময় মাইনুল নামে এক ব্যক্তি তাকে চা খাওয়ার কথা বলে ডেকে নেয়। কোন কিছু বোঝার আগেই শামিম ও মাইনুলের নেতৃত্বে ৪/৫ জনের একদল সন্ত্রাসী তাকে চাপাতি দিয়ে কোপাতে থাকে। এতে মনিরুলের বাম হাত ও ডান চোখ গুরুতর জখম হয়। এসময় স্থানীয়রা সন্ত্রাসীদের ভয়ে কেউ এগিয়ে না এলেও সন্ত্রাসীদের প্রস্থানের পর তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরন করে।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. জুনায়েদ খান লেলিন জানান, চোখে ও হাতে গুরুতর জখম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
ভিকটিম মনিরুল ইসলাম (ইমন) কলাপাড়া পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রত্যাসী হাসানুজ্জামান (অমি গাজীর) অনুসারী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি মো: মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে এ ঘটনার সাথে জড়িত শাখাওয়াৎ নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। মূল আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।