শ্রীমঙ্গলে ২১০ পিস ইয়াবা ও ২০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক 

মৌলভীবাজার প্রতিনিধি.

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহরতলীর সিন্দুরখান ইউনিয়নে ২১০ পিস ইয়াবা ও ২০ বোতল ফেন্সিডিলসহ দেলোয়ার হোসেন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক  এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ‘
থানা পুলিশ জানায়,বুধবার রাতে শ্রীমঙ্গল থানার  অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক এর নেতৃত্বে উপ-পরিদর্শক ফজলে রাব্বী, সহকারী উপ-পরিদর্শক ইমাম হোসেন, জিতেন কর্মকারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদে ভিত্তিতে শ্রীমঙ্গল থানাধীন সিন্দুরখাঁন ইউনিয়নের  বেলতলী গ্রামের  মো.লেবাস মিয়ার ছেলে  দেলোয়ার হোসেনের  বসতগৃহ হইতে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ বোতল ফেন্সিডিলসহ তাকে  হাতেনাতে আটক করা হয়।  এঘটনায়  পুলিশ বাদি হয়ে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে মামলা রজু করেছেন।
শেয়ার করুন