কানাডা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মোর্শেদ আহমদ মুক্তাঃ

২৯ জুলাই (সোমবার) সন্ধ্যায় টরন্টোর মিজান কমপ্লেক্স অডিটরিয়মে কানাডা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি জনাব গোলাম মাহমুদ মিয়া উক্ত সভায় সভাপতিত্ব করেন। সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ মুক্তার সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন ওবায়দুর রহমান (সভাপতি, কানাডা ছাত্রলীগ), অন্টারিও আওয়ামীলীগ এর পক্ষে তাজুল ইসলাম, দেওয়ান হক, সাবেক ছাত্রনেতা আব্দুল হাই সুমন, শাকিল খান, নিতাই ঘোষ, মাসুদ আলী লিটন (সাধারন সম্পাদক, অন্টারিও আওয়ামীলীগ), হাজী তুতিউর রহমান (ভারপ্রাপ্ত সভাপতি, অন্টারিও আওয়ামীলীগ), নওশের আলী (সিনিয়র সহ-সভাপতি, কানাডা স্বেচ্ছাসেবকলীগ), ফায়জুল করিম (সভাপতি, কানাডা স্বেচ্ছাসেবকলীগ)। তাছাড়া কানাডা আওয়ামীলীগের পক্ষে মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমান (সহ সভাপতি), সৈয়দ রহমত উল্লাহ (সহ সভাপতি), তোফাজ্জল আলী (সহ সভাপতি), ইমরুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক), নজরুল আহমদ (বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক), বজলুর রশিদ বেপারী (কোষাধ্যক্ষ), এডভোকেট আফিয়া বেগম, জামাল উদ্দিন নুনু, ঝুটন তরফদার, এডভোকেট কামরুল ইসলাম, মনজুরুল হাসান চৌধুরী, আব্দুল গনি, লিয়াকত আলী, আশরাফ, আব্দুর রহিম, তাজুল মোহাম্মদ, কবি শহীদ রহমান (যুগ্ম আহবায়ক, কুইবেক আওয়ামীলীগ), হাশমত চৌধুরী জুঁই বক্তব্য রাখেন।

সভায় আরও উপস্থিত ছিলেন কানাডা আওয়ামীলীগের জনাব মাসুক আহমদ, আব্দুল মান্নান, আব্দুল হামিদ, জি.এম মোতাহের মিয়া (যুগ্ম আহবায়ক, কুইবেক আওয়ামীলীগ), জহিরুল ইসলাম, মুহিবুর রহমান খান, মোঃ আব্দুর রহিম দাদুল, আশীষ পাল, অন্টারিও আওয়ামীলীগের আবু হেনা কূরেশী, সরওয়ার আহমেদ, সুকুমল রায় (সহ সভাপতি, স্বেচ্ছাসেবকলীগ), বিবেক সেন রাজীব, বাউল শিল্পী সাবু শাহ, আমজাদ আলী, দিলীপ কুমার দাশ, কাজল রায়, সুহেল মাহমুদ, প্রদীপ রায়, টিংকু দাশ, দুরুদ মিয়া প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা উদ্দিন। বক্তারা গত ৩০ মার্চ পরবর্তী কানাডা আওয়ামীলীগ এর নামে কিছু কিছু কর্মকান্ড সংগঠনের শৃংখলা ভঙ্গ, বিভাজন তৈরী, নিজস্ব বলয় তৈরীর উদ্দেশ্যে বিভিন্ন কমিটি গঠনের তীব্র প্রতিবাদ জানান এবং সভাপতিকে জরুরী ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।

বিজ্ঞপ্তি

শেয়ার করুন