প্রসঙ্গঃ মৌলভীবাজারের যুগান্তকারী উন্নয়ন

দেশের অন্যতম সেরা জেলা হলেও মৌলভী বাজার জেলাশহরে না আছে রেল না আছে বিমান। কিন্তু এ জেলায় রয়েছে জংশন সহ অনেকগুলি রেলস্টেশন। চিন্তাভাবনা করলে সুনামগঞ্জ-সিলেট-শেরপুর-মৌলভীবাজার-শমশেরনগর-চাতলাপুর স্থলবন্দর হয়ে ভারতের কৈলাশহরের সাথে আন্তর্জাতিক রেলযোগাযোগ খুবই সহজতর হতে পারে। এক্ষেত্রে ঢাকা ও চট্টগ্রামের সাথে রুট যোগাযোগে শমশেরনগর জংশনের ভূমিকা পালন করতে পারে।

শমশেরনগরে রয়েছে আমেরিকানদের পরীক্ষিত ও নির্মিত রেডিমেড বিশাল একটি বিমানবন্দর! বর্তমানে এটি একটি শ্বেতহস্তী হয়ে অবহেলায় পড়ে আছে। অবশ্য এ বিমানবন্দর এলাকায় রয়েছে বিমানবাহিনী, তাদের কৃষি প্রকল্প, বিএএফ শাহীন কলেজ ইত্যাদি। বিমানবন্দর চালু থাকলে বাংলাদেশের সবচে’ বেশি প্রবাসী অধ্যুষিত চায়ের জেলা মৌলভী বাজারের উন্নত যোগাযোগ ব্যবস্থা হতে পারতো দেশ সেরা। চাপ কমতো শাহজালাল এবং ওসমানীতে। দেশের চলমান সর্বকালের সেরা উন্নয়নে সংযুক্ত হতে পারতো আরেকটি সোনালী পালক!

কী সুযোগ! প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মাসেতু মেট্রোরেল ইত্যাদি অচিরেই আকাশছোঁয়া উন্নয়নে পদছাপ রাখছে, পাশাপাশি মৌলভী বাজারের এই সম্ভাবনাকে কাজে লাগালে তা হতে পারে নিশ্চিতভাবে সিলেট অঞ্চলের সবচে’ বৃ্হত্তম উন্নয়ন।

মীর লিয়াকত (লেখক-সাংবাদিক) উপদেষ্টা, জালালাবাদবার্তা.কম l উত্তরা, ঢাকা। আগষ্ট ২, ২০১৯ ইং 

শেয়ার করুন