সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে ‘শিক্ষায় বন প্রতিবেশ আধুনিক বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিলেট বন বিভাগ আয়োজন করেছে বৃক্ষমেলা। মেলায় জালালাবাদ কলেজ সিলেট একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষমেলায় ‘ব্যবহারিক বৃক্ষ প্রদর্শনী ক্লাস’ এর আয়োজন করে। বুধবার সকাল ১০টায় দু’দিন ব্যাপি এই ব্যাবহারিক বৃক্ষ প্রদর্শনী ক্লাসের উদ্বোধন করেন জালালাবাদ কলেজ এর অধ্যক্ষ প্রফেসর এ বাকী চৌধুরী।
জালালাবাদ কলেজের জীব বিজ্ঞানের সিনিয়র প্রভাষক তাহমিনা পারভীন ব্যবহারিক বৃক্ষ প্রদর্শনী ক্লাসে নির্ধারিত বিষয়ে উদ্ভিদ বিজ্ঞানের উদ্ভিদের শ্রেণীবিভাগ (বিরুৎ, গুল্ম, বৃক্ষ), উদ্ভিদের পাতার শ্রেণীবিভাগ, বীজপত্রের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিভাগ, অর্নামেন্টাল টøান্ট, পাতাবাহার সহ উদ্ভিদ বিজ্ঞানের নানা বিষয়ে সারগর্ব আলোচনা করেন। কৃষিশিক্ষা বিষয়ের নানা শিক্ষনীয় দিক উপস্থাপন করেন জালালাবাদ কলেজের শিক্ষক প্রভাষক তাহসিন সিদ্দীকা।
এসময় উপস্থিত ছিলেন জালালাবাদ কলেজ এর কো অর্ডিনেটর আব্দুশ শাকুর, সহকারী অধ্যাপক ছায়েম আহমদ চৌধুরী, পদার্থ বিজ্ঞানের প্রভাষক মোঃ মাহমুদুল হাসান বান্না, প্রভাষক কানিজ ফাতেমা চৌধুরী, প্রভাষক তাজুল ইসলাম, প্রভাষক হুমায়ুন রশিদ, প্রভাষক সাইফুর রহমান ও প্রভাষক তাজ উদ্দীন।