-
-
নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখায় ঈদুল আজহা উপলক্ষে অতি দরিদ্র ও বন্যাদুর্গত মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (০৪ আগস্ট) সকালে তালিমপুর ইউনিয়েনে চাল বিতরণ উদ্বোধন করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান। এসময় উপলজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়েদ উল্লাহ খান, তালিমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এ পর্যন্ত ছয়টি ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ হয়েছে। এগুলো হচ্ছে- উপজোর বর্ণি ইউনিয়ন পরিষদ, দাসেরবাজার ইউনিয়ন পরিষদ, নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদ, তালিমপুর ইউনিয়ন পরিষদ, সুজানগর ইউনিয়ন পরিষদ ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়েদ উল্লাহ খান বলেন, ‘১০টি ইউনিয়নে ১৫ কেজি করে ৮ হাজার ৩ শত ২৭টি কার্ডে ১২৪.৯০৫ মেট্রিকটন চাল বরাদ্দ হয়েছে। ছয়টি ইউনিয়নে সুষ্ঠুভাবে চাল বিতরণ করা হয়। ইউএনও স্যার সরেজমিনে সকল ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন।’
অতি দরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ
শেয়ার করুন