মৌলভীবাজার বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন 

  • মৌলভীবাজার প্রতিনিধি.
  • মৌলভীবাজারের কুলাউড়ায় কর্মধা ইউনিয়নে নোনা টিলাবাড়ি এলাকায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন।
  • ১১ আগষ্ট রবিবার সকালের দিকে  নিজ বাড়িতে এ ঘটনা ঘটনা ঘটে।
    পুলিশ জানায়, কোন কারণ ছাড়াই  বড় ভাই মামুনুর রশীদ মামুন (৩০) এর  দায়ের কোপে ছোট ভাই রাজিবুর রহমান রাজিব (১৬) এর মৃত্যু হয়েছে।
    নিহত রাজিবুর রহমান রাজিব উপজেলার রবিরবাজার হাফিজিয়া মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র।
    আজ দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
    স্থানীয় সূত্রে জানা যায়, মামুন ও রাজিব উপজেলার কর্মধা ইউনিয়নের নোনা গ্রামের ওয়াসির আলীর ছেলে। তাদের আরও দুই ভাই প্রবাসে বসবাস করেন।
    রাজিব স্থানীয় মাদ্রাসায় হাফিজি মাদ্রাসার শিক্ষার্থী।  ঈদের ছুটিতে বাড়িতে এসেছে।
    বড় ভাই  মামুনুর রশিদ  দীর্ঘদিন যাবৎ মানসিক বিকারগ্রস্ত। কোন কারন ছাড়াই রবিবার সকালে সে তার ছোট ভাইকে খুন করে ।

    কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মামুন মানসিক অসুস্থ। কোন বিবাধ ছাড়াই সে এ কাণ্ড ঘটিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য  মর্গে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন