কোরবানীর প্রাণীর হাটে ভোক্তা অধিকারের অভিযান এবং জরিমানা

  • মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বসা কোরবানীর প্রাণীর হাটে  আজ সোমবার (১১ আগস্ট ২০১৯ খ্রি:) বিকাল ৩:০০ টা থেকে ৬:৩০ টা পর্যন্ত ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক তদারকি অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন মৌলভীবাজার জেলা প্রাণী হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. নিরোদ চন্দ্র সরকার ও শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স। অভিযানকালে আজমল আহমদ চৌধুরী নামক একজন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে ভৈরবগঞ্জবাজারে অবস্থিত ভৈরবগঞ্জ হাটবাজারের ইজারাদারকে আইন লঙ্গনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। আইন অনুযায়ী জরিমানার ২৫% হারে ৫ হাজার টাকা জনাব আজমল আহমদ চৌধুরীকে প্রদান করা হয়। একই সাথে কিছু অসুস্থ্য প্রাণী বিক্রয় না করার জন্য হাট থেকে বের করে দেওয়া হয়।

শেয়ার করুন