শহর প্রতিনিধি: পবিত্র ঈদ-উল আযহার কোরবানীর মাংস গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করেছেন সাবেক বৃট্রিশ কাউন্সিলর, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি, এম.আর গ্রুপের চেয়ারম্যান এম এ রহিম (সিআইপি)।
সোমবার বিকেলে নাজিরাবাদ ইউপির ইউসূফ নগর (রাউৎগাও) গ্রামের নিজ বাড়িতে তিনি বিতরণ করেন।
এসময় উনার ছোট ভাই মখলিছুর রহমান কলেজের দাতা সদস্য মুজিবুর রহমান মুজিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অত্র ইউনিয়নের কয়েক শত গরীব ও দুস্থদের মাঝে দুই কেজি মাংস এবং নগদ অর্থ বিতরণ করা হয়। বিতরণের আগে পিতা-মাতা ও দেশবাসীর জন্য মোনাজাত করা হয়।