জালালাবাদবার্তা.কম, টরন্টোঃ
মৌলভীবাজার জেলাধীন শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের প্রয়াত বঙ্গবিহারী দেব চৌধুরীর ছোট ছেলে কানাডার টরন্টোয় বসবাসরত বিশ্বনাথ দেব চৌধুরী ১৩ আগষ্ট (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর রিজেন্ট পার্কের বাসায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে সেইন্ট মাইকেল হাসপাতালে নেওয়া হলে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেইন স্ট্রোক) হয়েছে বলে জানা যায়। বর্তমানে তিনি ঐ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন অব টরন্টো কানাডার সাধারন সম্পাদক সৈয়দ মাহবুব হোসেন জালালাবাদ বার্তা’কে জানান, বিশ্বনাথ দেব চৌধুরী এসোসিয়েশনের কার্যকরী কমিটির একজন সদস্য এবং এসোসিয়েশনের পক্ষ থেকে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে উনার সুস্থতার জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করছেন।
এদিকে এসোসিয়েশনের সভাপতি দেওয়ান আব্দুল গফরান চৌধুরী, জহিরুল ইসলাম, মুহিবুর রহমান খান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন সময় বিশ্বনাথ দেব চৌধুরীকে দেখতে হাসপাতালে যান।
নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন চৌধুরীর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চাওয়া হয়েছে। আমরাও জালালাবাদবার্তা.কম এর পক্ষ থেকে তাঁর আশু রোগমুক্তি কামনা করছি।