- মৌলভীবাজার প্রতিনিধি.
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শোক-র্যালী করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
১৫ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেখান থেকে শোক র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান অডিটিরিয়ামে গিয়ে শেষ হয়।
এরপর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতীতে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শোক র্যালীতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), পৌর মেয়র মো. ফজলুর রহমান ফজলু,ওসি আলমগীর হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা। -
এছাড়াও মৌলভীবাজার জেলা সদরসহ রাজনগর উপজেলা,কমলগঞ্জ উপজেলা,কুলাউড়া উপজেলা,জুড়ী উপজেলা, শ্রীমঙ্গল ও বড়লেখা উপজেলায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে শ্রদ্ধা নিবেদন করেন।
অপরদিকে, আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শোক র্যালী করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। তার আগে উপজেলা কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতীতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানে উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম এর নেতৃত্বে শোক র্যালী অংশ নেন অনুমতি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব,সিনিয়র সহকারী পুলিশ আশরাফুজ্জামান,সহকারী কমিশনার ভূমি মো.শাহিদুল আলম, ওসি মো.আব্দুছ ছালেক প্রমুখ।
শোক দিবসে মৌলভীবাজার শোক- র্যালি
শেয়ার করুন