জালালাবাদবার্তা.কমঃ
টরন্টোর রিজেন্ট পার্কবাসী বিশ্বনাথ দেব চৌধুরী (অশোক) আর নেই। আজ ১৪ আগস্ট (বৃহস্পতিবার) কানাডা সময় দুপুর ২:২০ মিনিটে টরন্টোর সেইন্ট মাইকেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি ছিলেন শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী দেব চৌধুরী পরিবারের স্বর্গীয় বঙ্গবিহারী দেব চৌধুরীর কনিষ্ঠ পুত্র। বিশ্বনাথ দেব চৌধুরী মৌলভীবাজার জেলা এসোসিয়েশন অব টরন্টো, কানাডার কার্যকরী পরিষদের সদস্য ছিলেন। তাঁর মৃত্যুর সংবাদ জালালাবাদ বার্তা’কে নিশ্চিত করেছেন এসোসিয়েশনের অর্থ বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান খান।
তাঁর মৃত্যুতে কানাডার বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের পক্ষ থেকে অশোক চৌধুরীর আত্মার শান্তি কামনা করে বিবৃতি প্রদান করেন এসোসিয়েশনের সভাপতি দেওয়ান আব্দুল গফরান চৌধুরী এবং সাধারন সম্পাদক সৈয়দ মাহবুব হোসেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে এবং বড় ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
১৭ আগস্ট (শনিবার) দুপুরে টরন্টোতেই তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা যায়।
এর পূর্বে, গতকাল ১৩ আগষ্ট মঙ্গলবার মস্তিস্কে রক্তক্ষরণ ও হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাঁকে টরন্টোর সেইন্ট মাইকেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাঁকে ভর্তি হয়েছিল।
জালালাবাদ বার্তার পক্ষ থেকে অশোক দেব চৌধুরীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।