কানাইঘাট (সিলেট) প্রতিনিধিঃ
কানাইঘাটে সম্প্রতি সময়ে কয়েকটি পাশবিক নির্যাতন ও ২টি শিশু ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সাড়ে ৭ বছরের এক শিশু মেয়েকে ধর্ষণের চেষ্টার ঘটনায় থানা পুলিশ হাফিজ হাসান আহমদ (২২) নামে এক মসজিদের ইমামকে গ্রেফতার করে। কিন্তু এ ঘটনার আগেই উপজেলার সাতবাঁক ইউপির চরিপাড়া গ্রামে গত ১০ আগস্ট সাড়ে ৪ বছরের এক শিশু মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানা পুলিশ চরিপাড়া গ্রামের আব্দুল মনাফের পুত্র রেদোয়ান (১৮), দুলাল মিয়ার পুত্র আব্দুল মুতলিব (১৮) কে গত রবিবার গভীর রাতে আটক করে। চরিপাড়া গ্রামের এক প্রবাসীর শিশু মেয়েটিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে তার পরিবার থানায় স্মরনাপন্ন হলে পুলিশ শিশুটিকে সিওমেক হাসপাতালের ওসিসিতে পাঠায়। ওসিসি থাকা পুলিশ ভিকটিমের মায়ের অভিযোগ মামলা দায়েরের মাধ্যমে কানাইঘাট থানায় প্রেরন করলে গতকাল সোমবার মামলাটি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করার অপরাধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(৪)খ ধারায় এফআইআর হিসেবে রেকর্ড করা হয়। গ্রেফতারকৃত রেদোয়ান ও আব্দুল মুতলিবকে গতকাল সোমবার আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ। তবে এ নিয়ে এলাকায় জনমনে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিশুটি পরিবারের দাবী রেদোয়ান ও আব্দুল মুতলিব ধর্ষণের চেষ্টা করেছিল, বিধায় তারা আইনের আশ্রয় নিয়েছেন। অপরদিকে গ্রেফতারকৃতদের পরিবারের দাবী পূর্ব শত্রুতার কারনে এমন ঘটনার নাটক সাজানো হয়েছে।