বাংলাদেশ এসোসিয়শন অব টরন্টো কানাডার নির্বাচন ২০১৯; সভাপতি জাকির খান, সাধারন সম্পাদক আ.ন.ম. ইউছুফ

জালালাবাদ বার্তাঃ

কানাডার টরন্টোতে বাংলাদেশীদের অন্যতম বৃহৎ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব টরন্টো। বিগত বেশ কয়েক বছর ধরে টরন্টোর বাংলাদেশিদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্ব বজায় রেখে কমিউনিটিতে বিভন্ন ধরনের কর্মকান্ড পরিচালনা করে আসছে এই সংগঠনটি, যা সত্যিই প্রশংসার দাবিদার।

সংগঠনটির সুনাম অক্ষুন্ন রেখে আরও সামনের দিকে এগিয়ে নিতে আগামী কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল টরন্টোর বাংলাদেশ সেন্টারের হল রুমে।

১৮ আগস্ট (রবিবার) সকাল থেকে শুরু হওয়া এই নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। টরন্টোর বাংলাদেশিরা যেন খুঁজে পেয়েছিলেন ফেলে আসা বাংলাদেশের নির্বাচনী আমেজ। বিকালের দিকে ভোটারদের ঢল সামলাতে যেন হিমশিম খেতে হয়েছে নির্বাচন কমিশন এবং নির্বাচন পরিচালনায় নিয়জিত কর্মকর্তাদের।

উৎসব মূখর পরিবেশে অত্যন্ত সুষ্ঠ, নিরপেক্ষ এবং গনতান্ত্রিক ধারায় এই নির্বাচন পরিচালনা করে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে নির্বাচন কমিশনার হিসেবে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের ভুমিকা অনস্বীকার্য। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন টরন্টোয় বাংলাদেশিদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ও প্রিয় মূখ মনির ইসলাম, মুজাহিদুল ইসলাম, মাহবুব চৌধুরী (রনি) এবং ইঞ্জিনিয়ার সাইদুর রহমান।

দিনব্যপী অনুষ্ঠিত এই নির্বাচনে বিভিন্ন সময় উপস্থিত থেকে টরন্টোর বাংলাদেশি ভোটারদের মধ্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিই ছিল গনতান্ত্রিকভাবে গঠিত নতুন এই কমিটির মূল চালিকা শক্তি।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি হিসাবে নির্বাচিত হন বিশিষ্ট সমাজ সেবক, কমিউনিটির প্রিয় মূখ জাকির খান এবং বিশিষ্ট সমাজসেবক জহিরুল ইসলামকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে সাধারন সম্পাদক হিসাবে নির্বাচিত হন কমিউনিটির আরেক প্রিয় মূখ ব্যবসায়ী ও সংগঠক রোটারিয়ান আ.ন.ম ইউছুফ। নির্বাচনকে গতিশীল রাখতে যাদের ভুমিকা ছিল অপরিসীম তাদের মধ্যে সফিক খান, সাকলাইন জায়গীরদার, মুহিব খাঁন, টুনু মিয়া, জাকারিয়া রশীদ চৌধুরী, জহিরুল ইসলাম, হীরা রহমান, সবুজ চৌধুরী টিটু, সাঈদ চৌধুরী দীপু, চমন আফরোজ চৌধুরী, সাইদুন ফয়ছল, মাহবুব চৌধুরী সহ আরও অনেকের নাম উল্ল্যেখযোগ্য।

সংগঠনের বিদায়ী সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউর রহমান বলেন, একটি সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সর্বজন গৃহীত একটি নতুন কমিটি গঠিত হওয়ায় তিনি সত্যিই আনন্দিত। তিনি বলেন, বিগত কমিটির বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে টরন্টোর বাংলাদেশি কমিউনিটিতে সংগঠনটি যে সুনাম অর্জন করতে পেরেছে, তিনি আশা করেন নবনির্বাচিত এই কমিটি সুন্দর ও সুস্থ ভাবে সংগঠনের ভবিষ্যত কার্যপরিকল্পনা পরিচালনা করবে। টেলিফোনে নব নির্বাচিত সভাপতি জাকির খানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি তবে, সাধারন সম্পাদক আ.ন.ম. ইউছুফ জানান, সকলের সহযোগিতায় নতুন নির্বাচিত এই কমিটির মাধ্যমে ভবিষ্যতে এই সংগঠনকে বহুদূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তিনি সকলের কাছে সাহায্য ও সহযোগিতার আহবান জানান।

শেয়ার করুন