মৌলভীবাজার প্রতিনিধি.
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের গঙ্গারজল গ্রামের ইমা আক্তার (২০) ছয় মাসের অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় স্বামী জামাল উদ্দীনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা পুলিশ আটক করেছে।
বড়লেখা থানার ওসি ইয়াসিনুল হক সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সুজানগর ইউপির বরথল গ্রামের ইসলামের উদ্দিনের মেয়ে ইমা বেগমের সঙ্গে প্রায় বছরখানে আগে সদর ইউপির গঙ্গারজল গ্রামের রহিম উদ্দিনের ছেলে জামাল উদ্দিনের বিয়ে হয়।
রবিবার (০১ সেপ্টেম্বর) রাতের খাবার খেয়ে ইমা বেগম স্বামীর সঙ্গে ঘুমিয়ে পড়েন। সকালে ইমার স্বামী ঘুম থেকে উঠে তাকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এঘটনায় পুলিশ জামালকে আটক করেছে।