নিজস্ব প্রতিবেদক :: কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত বৃহৎ সংগঠন বাংলাদেশ সাংবাদিক সমিতির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও প্রবাসীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (১ সেপ্টেম্বর) রাতে স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল এক পর্যায়ে মিলনমেলায় পরিণত হয়। একে অন্যের সাথে কুশল বিনিময় আর আড্ডায় জমে উঠেছিলো পরিবেশ।
সাংবাদিক সমিতির সহ সভাপতি ও উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলামের সভাপতিত্বে ও সমিতির নির্বাহী সদস্য শাাকির আহমদের সঞ্চালনায় সংবর্ধনা পূর্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সাংবাদিকতা পেশা অত্যন্ত চ্যালেঞ্জিং। একটি জনপদে লাখো মানুষের ভীড়ে একজন সংবাদকর্মী সৃষ্টি হয়। এটা বিধাতা প্রদত্ত এক আশির্বাদ। অনেক সাধনা ও পরীশ্রমে একজন মানুষ প্রকৃত সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে।’
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া পৌর মেয়র শফি আলম ইউনুছ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, কুলাউড়া স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা বিআরডিবিরি চেয়ারম্যান ফজলুল হক ফজলু, সংলাপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, অধ্যক্ষ আব্দুল কাদির, কেন্দ্রিয় কৃষকলীগের সদস্য শফিউল আলম শফি, কর্মধা ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম আতিক, প্রভাষক সিপার আহমদ, প্রভাষক সিএম জয়নাল আবেদিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হক সবুজ, সিনিয়র সাংবাদিক স্বপন কুমার দেব রতন, প্রেসক্লাব কুলাউড়া সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, মৌলভীবাজার সাংবাদিক ফোরামের সহ সভাপতি এম মছব্বির আলী, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক আশিষ কুমার দে প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি প্রবাসী সিদ্দিকুর রহমান, প্রবাসী আফাজুর রহমান চৌধুরী ফাহাদ, প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, কালেরকণ্ঠের কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিল। অতিথিদের আসন গ্রহণ করান সাংবাদিক সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীন চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, সংবর্ধিত অতিথি প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল্লাহ আল রেনু, সংবর্ধিত অতিথি প্রবাসী খালেদ আহমদ, সীমান্তের ডাক পত্রিকার সম্পাদক সঞ্জয় দেবনাথ, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু, ডেইলী স্টার প্রতিনিধি মিন্টু দেশোয়ারা, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটের সভাপতি বিশ্বজিৎ দাস, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমদ, সময়ের আলো’র জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, সিলেটটুডে প্রতিনিধি এস আলম সুমন, যায়যায়দিন প্রতিনিধি আব্দুল আহাদ, সৈয়দ আশফাক তানভীর, পূর্বপশ্চিমের জেলা প্রতিনিধি এম এ কাইয়ুম, সংলাপ পত্রিকার স্টাফ রিপোর্টার সুমন আহমদ, ইউসুফ আহমদ ইমন, সংলাপের রাউৎগাও প্রতিনিধি জুয়েল আহমদ প্রমুখ।
সভা শেষে গণমাধ্যমে বিশেষ অবদান রাখায় প্রধান অতিথি সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীনকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এছাড়াও সংবর্ধিত অতিথি প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল্লাহ আল রেনু, প্রবাসী খালেদ আহমদ, প্রবাসী সিদ্দিকুর রহমান, প্রবাসী আফাজুর রহমান চৌধুরী ফাহাদ এবং কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপির হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
এছাড়াও কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের মাঝে সাইদুল হাসান সিপন সময়ের আলো’র জেলা প্রতিনিধি, শরীফ আহমদ সবুজ সিলেটের জেলা প্রতিনিধি, শাকির আহমদ দৈনিক জাগরণ এর কুলাউড়া প্রতিনিধি, সুমন আহমদ আজকালের খবরের কুলাউড়া প্রতিনিধি নিয়োগ পাওয়ায় সাংবাদিক সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।