মৌলভীবাজার প্রতিনিধি.
মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশ দেখে এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও রুমা বেগম (২৫) আটক করেছে গোয়েন্দা পুলিশ। রুমা বেগম আব্দুল গফফারের স্ত্রী।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের বড়কাপন গ্রাম থেকে তাকে মাদকসহ আটক করা হয়।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি বিনয় ভুষন রায় জানান,মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সদর ইউনিয়নের বড়কাপন গ্রামে মাদক ব্যবসায়ী আব্দুল গফফারের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আব্দুল গফফার পালিয়ে যায়। এসময় তার স্ত্রী রুমা বেগম ইয়াবা ও হেরোইন একটি ঝাড়–র ভেতরে ভরে ফেলে দেয়ার চেষ্টা করে। পরে পুলিশ ঝাড়–টি উদ্ধার করে ঝাড়–র ভেতর থেকে ১৮০ পিস ইয়াবা ও ৯ পুরিয়া হেরোইনসহ রুমা বেগমকে আটক করে।
এঘটনায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো.মোমিন উল্ল্যা বাদি হয়ে আব্দুল গফফার ও রুমা বেগমকে আসামি করে কুলাউড়া থানায় একটি মামলা করেন।
প্রসঙ্গত:মাদক ব্যবসায়ী আব্দুল গফফারের বিরুদ্ধে কুলাউড়া থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন থেকে সে ও তার স্ত্রী মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।