শাহীন আহমদ, কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রেজওয়ান নামে এক নির্মান শ্রমিক নিহতের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার বড়চতুল ইউপির রায়পুর গ্রামে।
জানা যায়, রায়পুর গ্রামের প্রবাসী রুহুল আমিনের বাড়ীতে একটি পাকা ঘরে নির্মান কাজ চলছে। রুহুল আমিনের পুরাতন ঘর থেকে কাজের ঠিকাদার রাজমিস্ত্রী সোলাইমান অপরিকল্পিত ভাবে নির্মানকৃত পাকা ঘরে বিদ্যুতের লাইন টানে। গতকাল বৃহস্পতিবার পাকা ঘরের কাজের সময় স্টীলের দরজার চাপে বৈদ্যুতিক লাইন ছিড়ে গেলে কাজরত রায়পুর গ্রামের হারিছ উদ্দিনের ছেলে রেজওয়ান (১৭) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন।
দূর্ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানার এসআই এসএম মাইনুল ইসলাম ও কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এসআই মাইনুল ইসলাম জানিয়েছেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দূর্ঘটনাজনিত কারনে নিহত রেজওয়ানের লাশ ময়না তদন্ত ছাড়াই তার পরিবার দাফনের জন্য অনুমতি নেওয়ার কারনে তার ময়না তদন্ত হয়নি। পল্লীবিদ্যুৎ কানাইঘাট জোনাল অফিসের ডিজিএম শাহীন রেজা ফরাজির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রবাসী রুহুল আমিনের বাড়ীতে একটি পাকা ঘরের নির্মানের কাজ চলছে। পুরতান ঘর থেকে নতুন পাকা ঘরের বিদ্যুতের লাইন নেওয়ায় তার ছিড়ে গিয়ে রেজওয়ান নামে এক ছেলের মৃত্যু হয়েছে।