কুয়েত প্রতিনিধি:
৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ৯ টায় কুয়েত সিটিস্থ একটি হোটেলে কুয়েত রাজ্য বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক আবুল হাসেম এনামের উপস্থাপনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্টানে বক্তব্য রাখেন কুয়েত বিএনপির সহ সভাপতি সোয়েব আহমেদ, সহ সভাপতি নাসের মর্তুজা, যুগ্মসম্পাদক ও জাসাস কুয়েত’র আহবায়ক আক্তারুজামান সামস, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মায়মুন, যুবদলের সাধারন সম্পাদক শাহজান সবুজ, শ্রমিক দলের সভাপতি মোমিন উল্লাহ পাটোয়ারী ও সাধারন সম্পাদক গোল্ডেন সেলিম, বিএনপি মহানগরের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, জাসাস কুয়েত আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও মৌলভীবাজার জেলা যুবদলের সদস্য শেখ নিজামুর রহমান টিপু বিএনপি আহমেদী প্রদেশ সাধারন সম্পাদক জাফর ইকবাল পলাশ, বিএনপি ফারওয়ানিয়া প্রদেশ সভাপতি আব্দুল কাদের, বিএনপি মোবারক আল কবির প্রদেশ সভাপতি কোরবান আলী, ফারওয়ানিয়া প্রদেশ বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান রোমন, জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, বিএনপির প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান দেশের অর্থনীতিতে যে অবদান রেখে গেছেন আগামী একশত বছরও প্রজন্ম থেকে প্রজন্ম তা মনে রাখবে। দেশনেত্রী কে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র কে জনগনের মাঝে ফিরিয়ে আনতে তারা সবাইকে আহবান জানান। তারা বলেন, দেশে আদালত আছে কিন্তু বিচার নেই, দেশে অনিয়ম ও দূনীর্তির সংস্কৃতি চালু করেছে এই সরকার, এর থেকে দেশকে রক্ষা করতে বিএনপি সরকারের কোনও বিকল্প নাই।