মৌলভীবাজার প্রতিনিধি.
পর্যটন নগরীর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডেঙ্গু আতংক থেকে শহরবাসীকে স্বস্তি দিতে শ্রীমঙ্গল পৌরসভার কার্যক্রম অব্যাহত রয়েছে।
৯ সেপ্টেম্বর সোমবার সকালে শ্রীমঙ্গল পৌর শহরের বিভিন্ন স্থানে ফগার মেশিন দিয়ে মশার ঔষধ স্প্রে করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো জহিরুল ইসলাম,কাউন্সিলর মো.আলকাছ মিয়াসহ পৌর শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গরা।,
এদিকে, চলমান পরিস্থিতিতে মশা নিধন কার্যক্রমের ধারাবাহিকতায় শ্রীমঙ্গল পৌরসভায় ৫ টি ফগার মেশিন দিয়ে মশার স্প্রে কাজ চলমান রয়েছে ।
মৌলভীবাজার জেলায় গত দুই (জুলাই -আগস্ট) মাসে আক্রান্তের সংখ্যা ৯৭ জন । এ অবস্থায় ডেঙ্গু আতংক থেকে শহরবাসিকে স্বস্তি দিতে পেরেছে শ্রীমঙ্গলে পৌরসভা।
শ্রীমঙ্গল পৌরসভার সহকারী প্রকৌশলী মো.জহিরুল ইসলাম বলছেন, শ্রীমঙ্গলে ডেঙ্গু লক্ষণ নেই। তারপরও পৌরসভার পক্ষ থেকে ফগার মেশিন দিয়ে মশার ঔষধ স্প্রে করা হচ্ছে শহরের বাসা ও বাড়ির আঙিনায় । তিনি আরও বলেন, গত ৩১ জুলাই মশা নিধন কার্যক্রমের ধারাবাহিকতায় শ্রীমঙ্গল পৌরসভায় ফগার মেশিন দিয়ে স্প্রে শুরু হয়। আমাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে।
পৌর মেয়র মহসীন মিয়া মধু বলেন, শহরের বিভিন্ন এলাকায় ৫টি ফগার মেশিনে মশার ঔষধ স্প্রে করা হচ্ছে । ইতোমধ্য শহরের সচেতনতামূলক কার্যক্রম করা হয়েছে। স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্টদের সাথে নিয়মিত বৈঠক চলছে। নেওয়া হয়েছে নানা উদ্যোগ।