কানাইঘাট প্রতিনিধি::
কানাইঘাটে হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বড়দেশ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ অনুষ্ঠিত হয়।
জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গরীব ও মেধাবী ১৩৫জন শিক্ষার্থীদের মধ্যে একটি করে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খাঁন।
ইউপি চেয়ারম্যান মাসুদ আহদের সভাপতিত্বে ও বড়দেশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজমুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর উদ্দিন, ইউপি আওয়ামীলীগ নেতা সিরাজুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কায়স্থগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল ইসলাম শাহীন, গাছবাড়ী কলেজ ছাত্রলগের সভাপতি তাউহিদুল আম্বিয়া, ইউপি সদস্য এবাদুর রহমান, সাবেক ইউপি সদস্য মখলিছুর রহমান প্রমুখ।