গোলাপগঞ্জ প্রতিনিধি: হিলফুল ফুযুল হেল্পিং ফাউন্ডেশন সিলেট এর কর্মী সম্মেলন ’১৯ইং আগামী শুক্রবার। সন্ধ্যা সাড়ে ৬টার সময় গোলাপগঞ্জের বাঘা সোনাপুর চৌমুহনীস্থ তারেক কমিউনিটি সেন্টারে সম্মেলন অনুষ্ঠিত হবে।
একজন কর্মীর সাংগঠনিক দায়িত্ব এবং আগামী দিনের কর্ম পদ্ধতি শীর্ষক কর্মী সম্মেলনে সভাপতিত্ব করবেন হিলফুল ফুযুল হেল্পিং ফাউন্ডেশনের উপদেষ্টা হাফেজ আবদুল আলিম ছাতকি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা সেক্রেটারি এম সাইদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী ইব্রাহিম আলী (ময়না মিয়া), মাওলানা আফতাব উদ্দিন, শিব্বির আহমদ, নজীব আলি, মুফতি নূর মোহাম্মদ নিহাল, নজরুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি ফারুক আল-মাহমুদ প্রমুখ।
ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ ফয়সাল মালেক ও এসিসট্যান্ট জেনারেল সেক্রেটারি হুসাইন মাহমুদ জানান, কর্মী সম্মেলনের মাধ্যমে যেমন সদস্যদের কাজের মানোন্নয়ন হয় তেমনি সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পায়। কর্মী সম্মেলনের মাধ্যমে সদস্যদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠে আর এরই ধারাবাহিকতায় সংগঠনের কাঠামো শক্তিশালী হয়ে উঠে। আশা করব সংগঠনের সকল উপদেষ্টাসহ সদস্যবৃন্দ যথাসময়ে তারেক সেন্টারে উপস্থিত থাকবেন।