কানাইঘাটে মৌলিক সাক্ষরতা প্রকল্পের আওতাভুক্ত জরীপকারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি:: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মৌলিক সাক্ষরতা প্রকল্প ৬৪ জেলার আওতায় কানাইঘাট উপজেলার জরীপকারীদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তন হলে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুারো সিলেট এর সহায়তায় ও জৈন্তিয়া ছিন্নমূল সংস্থা (জেসিস) এর আয়োজেন উক্ত ওরিয়েন্টশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খাঁনের সভাপতিত্বে ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুারো কানাইঘাট উপজেলা প্রোগ্রাম অফিসার ছিদ্দিকুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুারো সিলেটের সহকারী পরিচালক নজরুল ইসলাম ভ‚ইয়া, জেসিস সিলেটের নির্বাহী পরিচালক বদরুল ইসলাম, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, কাউন্সিলর বিলাল উদ্দিন, তাজ উদ্দিন।

এ সময় উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভার প্রায় ১’শ জরীপকারীদের কিভাবে এলাকার স্বাক্ষর জ্ঞানহীন লোকদের তালিকা সংগ্রহ করা হবে এ ব্যাপারে প্রশিক্ষণ দেয়া হয়।

শেয়ার করুন