কমলগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

  • প্রনীত রঞ্জন দেবনাথ.
  • কমলগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বুধবার ১১ সেপ্টেম্বর বিকাল ৪টায় কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক। উদ্বোধনী খেলায় মাধবপুর ইউনিয়ন দল ২-০ গোলে ইসলামপুর ইউনিয়ন দলকে পরাজিত করে।
  • উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: হেলাল উদ্দীন ও স্কাউট সম্পাদক মোশাহিদ আলীর যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনক মলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুককদার, বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান প্রমুখ।
  • কমলগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন মিলিয়ে ১০টি দল নিয়ে কমলগঞ্জে এ প্রতিযোগিতার শুরু হয়। আলোচনা সভা শেষে অতিথিরা মাঠে প্রবেশ করে প্রথমে উদ্বোধনী দল ৮নং মাধবপুর ইউপি ও ৯নং ইসলামপুর ইউপি দলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ফুটবলে কিক দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
  • উদ্বোধনী খেলায় মাধবপুর ইউনিয়ন দল ২-০ গোলে ইসলামপুর ইউনিয়ন দলকে পরাজিত করে দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হয়। বৃহস্পতিবার বেলা ২টায় শমশেরনগর ইউনিয়ন দল ও মুন্সীবাজার ইউনিয়ন দলের মাঝে ও বিকাল ৪টায় পতনউষার ইউনিয়ন দল রহিমপুর ইউনিয়ন দলের মাঝে খেলা অনুষ্ঠিত হবে।
শেয়ার করুন