মাহফুজ চৌধুরী, সিলেট::
ঢাকাদক্ষিণ জামেয়া ইসলামিয়া স্কুলের একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর (বুধবার) জামেয়ার স্থায়ী ক্যাম্পাস দত্তরাইল লাল মাটি এলাকায় একাডেমীক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম।
বেলা ১১টায় জামেয়া পরিচালনা কমিটির চেয়ারম্যান মাস্টার রশীদ আহমদের সভাপতিত্বে এবং পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী ও সিনিয়র শিক্ষক মাওলানা আবু আইয়ুবের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম। জামেয়ার সপ্তম শ্রেণীর ছাত্র জাহেরুল ইসলামের পবিত্র ক্বোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারী মোহাম্মদ আব্দুস শাকুর, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা এসএম আব্দুর রহিম, ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজের অর্থনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক নজমুল ইসলাম, দি সিলেট ইসলামীক সোসাইটির এ্যাসিসটেন্ট সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, বৃটিশ আইডিয়েল ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল আজমত আলী, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ জামেয়া ইসলামীয়া স্কুলের প্রিন্সিপাল আনোয়ার হোসেন কিবরিয়া, বক্তব্য রাখেন জামেয়া পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান শামছুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল আব্দুল আজাদ, এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়ার ভূমি দাতা শাহীন আহমদ খান, কৈলাশ শাহানুর আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা এনামুল হক, এলাকার প্রবীণ ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার রফিক উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য আতিকুল ইসলাম, আনেয়ার হুমায়ুন, গণমাধ্যম কর্মী জাবেদ মাহবুব প্রমুখ। এ উপলক্ষ্যে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রবীণ শিক্ষক মাওলানা ইসহাক আহমদ।