গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জের হেতিমগঞ্জে পিকআপ-টেম্পু মুখোমুখী সংঘর্ষে ১ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক স্থানীয়রা আশংকাজনক অবস্থায় টেম্পু চালক সুমন আহমদ (২২) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে ঘটনার পর পিকআপ চালক ও হেলপার পালিয়ে গেছে। আহত টেম্পু চালক আমুড়া ইউনিয়নের সুন্দিশাইল এলাকার অধিবাসী।
বৃহস্পতিবার দুপুর ২টায় সিলেট-জকিগঞ্জ মহাসড়কের খায়স্থগ্রাম-নাশাগঞ্জ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, গোলাপগঞ্জ থেকে ছেড়ে আসা হেতিমগঞ্জগামী টেম্পু কায়স্থগ্রাম যাওয়া মাত্র বিপরীত দিক থেকে আসা পিকআপ ওভারটেক করতে গিয়ে টেম্পুকে সজোরে ধাক্কা দেয়। এতে দু’টি গাড়ী দুমড়ে-মুচড়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে টেম্পু চালক সুমনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এটিআই আবু তাহের ঘটনাস্থলে উপস্থিত হন। গাড়ী দুটি উদ্ধার করে গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে আসার প্রস্তুতি চলছে।