মোটর সাইকেলের ধাক্কায় বধনী দেবী (৫৫)  নামে এক নারীর মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক
  • মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মোটর সাইকেলের ধাক্কায় বধনী দেবী (৫৫)  নামে এক নারীর মৃত্যু হয়েছে।
  • শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে আদমপুর  সড়কের দক্ষিণ তিলকপুর এলাকায় হেটে যাওয়ার সময় পিছন থেকে একটি মোটর সাইকেলে ধাক্কা দিলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
  • নিহত বধনী দেবী (৫৫) উপজেলার তিলকপুর গ্রামের স্বামী ভুবেনশ্বর সিংহের (মনোয়া) স্ত্রী। নিহতের দুই ছেলে সরকারি হাসপাতালের ডাক্তার।
  • কমলগঞ্জ থানায় কর্মরত ডিএসবি দ্বিপক সরকার নিহতের ঘটনাটি নিশ্চিত করে।
  • এ দুর্ঘটনার খবর কমলগঞ্জ থানায় জানতে চাইলে  সকাল ১১ টার দিকে ডিউডি অফিসার এএসআই সুশেন দাস মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কমকে জানান, সড়ক দুর্ঘটনায় কোনো খবর আমাদের থানায় এখনও আসেনি।
শেয়ার করুন