- নিজস্ব প্রতিবেদক
- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মোটর সাইকেলের ধাক্কায় বধনী দেবী (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
- শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে আদমপুর সড়কের দক্ষিণ তিলকপুর এলাকায় হেটে যাওয়ার সময় পিছন থেকে একটি মোটর সাইকেলে ধাক্কা দিলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
- নিহত বধনী দেবী (৫৫) উপজেলার তিলকপুর গ্রামের স্বামী ভুবেনশ্বর সিংহের (মনোয়া) স্ত্রী। নিহতের দুই ছেলে সরকারি হাসপাতালের ডাক্তার।
- কমলগঞ্জ থানায় কর্মরত ডিএসবি দ্বিপক সরকার নিহতের ঘটনাটি নিশ্চিত করে।
- এ দুর্ঘটনার খবর কমলগঞ্জ থানায় জানতে চাইলে সকাল ১১ টার দিকে ডিউডি অফিসার এএসআই সুশেন দাস মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কমকে জানান, সড়ক দুর্ঘটনায় কোনো খবর আমাদের থানায় এখনও আসেনি।
মোটর সাইকেলের ধাক্কায় বধনী দেবী (৫৫) নামে এক নারীর মৃত্যু
শেয়ার করুন