-
মৌলভীবাজার প্রতিনিধি.
আজ প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি,সাবেক সংসদ সদস্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ মহসীন আলীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত ।
এই উপলক্ষে শনিবার দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশন, জেলা আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠন ও তার পরিবার।
প্রয়াতো মন্ত্রীর মেজো মেয়ে ও সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দা শানজিদা শারমিন বলেন, ‘সৈয়দ মহসীন আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় মন্ত্রীর কবরে ফাতেহা পাঠ ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দুপুর ১২টায় মৌলভীবাজার শহরের বেরিরপারস্থ মরহুমের বাসভবনে স্মরণসভা, কোরআন খতম, মিলাদ, দোয়া, শিরনি বিতরণ ও এতিমদের খাবার বিতরণ করা হবে।’
সৈয়দ মহসীন আলীর পিতার নাম সৈয়দ শরাফ আলী। তিনি ব্যবসায়ী ছিলেন। সৈয়দ মহসীন আলীর মায়ের নাম আছকিরুনন্নেছা খানম। ১৯৪৮ সালের ১২ই ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। ৫ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড় ছিলেন। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
সৈয়দ মহসীন আলী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। তিনি মৌলভীবাজার মহকুমা রেডক্রিসেন্ট সোসাইটিতে তিনি ১৯৭৬ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত সাধারণ সম্পাদক ছিলেন। মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। স্বাধীনতা-উত্তরকালে তিনিই একমাত্র জননেতা যিনি পৌরসভায় পর পর তিনবার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯২ সালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে তাকে শ্রেষ্ঠ পৌরসভার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে।
২০০৮ ও ২০১৪ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০১৪ সালের ১২ই জানুয়ারী তিনি সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেন। সমাজসেবায় অবদান রাখার জন্য তিনি ভারতের নেহরু সাম্য সম্মাননা ও আচার্য দীনেশ চন্দ্র সেন সম্মাননা স্বর্ণপদক লাভ করেন।
প্রয়াত সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত-
শেয়ার করুন