নোমান মাহফুজ:
আগামীকাল রবিবার (১৫ সেপ্টেম্বর) দ্বিতীয়বারের মত লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে গোলাপগঞ্জ উৎসব। পূর্ব লন্ডনের আলতাব আলী পার্ক দুপুর ১১.৩০ ঘটিকার সময় উদ্বোধনী শোভাযাত্রার মাধ্যমে এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। পরে ব্রাডি আট সেন্টারে এসে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ করা যেতে পারে ব্রিটেনে বৈশাখী মেলার পরে অনুষ্ঠিত হয়েছিল গোলাপগঞ্জ উৎসব। এ পর্যন্ত কোন জেলা কিংবা উপজেলাবাসীর অংশগ্রহণে লন্ডন কিংবা ব্রিটেনের অন্য কোন শহরে উৎসব অনুষ্ঠিত হয়নি।
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত গোলাপগঞ্জের অধিবাসীদের সামাজিক, অর্থনৈতিক ও পেশাগত সাফল্যকে তুলে ধরতে ২০১৯ সালের ২৮ জুলাই লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল প্রথম গোলাপগঞ্জ উৎসব। গোলাপগঞ্জ উৎসবের স্বপ্নদ্রষ্টা ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান।
ব্রিটেনে গোলাপগঞ্জবাসীদেরকে গোলাপগঞ্জ উৎসবের যে স্বপ্ন দেখিয়েছিলাম সেটির সফল বাস্তবায়ন করেছিলেন গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের মাধ্যমে গত ২৮ জুলাই পূর্ব লন্ডনের ব্রাডি আট সেন্টারে।
আগামীকাল ২য় গোলাপগঞ্জ উৎসবে ব্রিটেন প্রবাসী গোলাপগঞ্জবাসী ছাড়াও বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত গোলাপগঞ্জের বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন উৎসব কমিটির নেতৃবৃন্দ।