কানাইঘাট প্রতিনিধিঃ
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের আলতাফ উদ্দিন এর লাশের অপেক্ষায় স্বজনরা। অবুঝ সন্তানরা বাড়ী ফেরার অপেক্ষার প্রহর গুনলেও তারা জানে না যে, তাদের বাবা লাশ হয়ে ফিরছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় সংযুক্ত আরব আমিরাতের সার্জা এলাকায় রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি গাড়ি আলতাফ উদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ বর্তমানে সেখানকার হাসপাতাল মর্গে রয়েছে বলে জানা গেছে। পরিবারের লোকজন জানিয়েছেন, সেখানকার প্রবাসীদের সহযোগিতা নিয়ে লাশ দেশে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের পাত্রমাটি গ্রামের মৃত তরিকত উল্লাহর একমাত্র ছেলে আলতাফ। এক ছেলে ও দুই মেয়ে রয়েছে তার। আলতাফ উদ্দিনের মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। এদিকে একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়ে বার বার মুর্ছা যাচ্ছেন আলতাফের মা। এব্যাপারে স্থানীয় ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন বলেন, আলতাফ উদ্দিন সহজ সরল লোক ছিলেন। তার মৃত্যুতে এলাকাবাসী শোকাহত। স্বজনরা সেখানকার প্রবাসীদের সাথে যোগাযোগ করে লাশ দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।