মৌলভীবাজার পুলিশের পক্ষ থেকে আর্থিক অনুদান


সাইফুল ইসলাম.

মৌলভীবাজার শহরতলীর বাসিন্দা মো.নজরুল ইসলামের মৃত্যুতে পুলিশ সুপার মো.ফারুক আহমেদ পিপিএম (বার) পুলিশের বিভাগের পক্ষ থেকে আর্থিক অনুদান হিসাবে নগদ টাকা নিহতের পরিবারের হাতে তুলে দিয়েছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ে আর্থিক অনুদান হিসাবে নগদ টাকা প্রদান করা হয়।

পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, নিহত নজরুল ইসলাম বিভিন্ন সময় মৌলভীবাজার ট্রাফিক পুলিশকে সহযোগীতা করতেন। তার মর্মান্তিক মৃত্যুতে পরিবারে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ঘাতক যান চালককে গেফতার করে বিচারের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন,সাংবাদিক ফোরামের সভাপতি বকশি ইকবাল, বাংলার দিন পত্রিকার সাংবাদিক মাহমুদুর রহমান, দীপ্ত নিউজ এর সম্পাদক দুরুদ আহমেদ, নিহত নজরুল ইসলামের ভাই মেরাজ আলী, মোক্তাদির হোসাইন প্রমুখ।

প্রসঙ্গত…মৌলভীবাজার থেকে সাপ্তাহিক সোনালী কণ্ঠ পত্রিকার সম্পাদক মো. মেরাজ আলীর বড় ভাই মো. নজরুল ইসলাম সম্প্রতি সড়ক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় তার মৃত্যু হয়।

শেয়ার করুন