গোলাপগঞ্জের বাঘায় হাওরে মাছ ধরতে গিয়ে এক জেলের মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জের বাঘায় হাওরে মাছ ধরতে গিয়ে এক জেলের মৃত্যুর হয়েছে। তাকের বাচাঁতে গিয়ে আরো দু’জন জেলেকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। ঘটনাটি সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বাঘা ছোট কুলা হাওরে ঘটে।  নিহতের লাশ বাড়ীতে আনা হয়েছে এবং আহত দু’জনকে চিকিৎসা প্রদান করা হচ্ছে। নিহত ব্যক্তি বাঘা লালনগর এলাকার মৃত আব্দুল জব্বারের পুত্র নেছার আলী (৬০), আহতরা হলেন- মৃত আছান উল্লাহর পুত্র আব্দুল গফুর ও মৃত ইনাই মিয়ার পুত্র তাহির আলী।

এলাকাবাসী সূত্রে জানাযায়, সকাল ৭টার দিকে নেছার আলী, আব্দুল গফুর ও তাহির আলী বাঘা ছোট কুলা হাওরে মাছ ধরতে যান। বেলা সাড়ে ১০টার পর হঠাৎ করে নেছার আলী পানিতে তলিয়ে যেতে দেখে তারা দু’জন এগিয়ে আসেন। নেছার আলীকে পাড়ে তুলার পূর্বে মৃত্যুরকোলে ঢলে পড়েন। আহতদের দু’জনকে গোলাপগঞ্জে এনে চিকিৎসা দেয়া হয়। তারা এখনো কথা বলতে পারেননি।

এদিকে পরিবারের একমাত্র উপার্জনকারী নেছার আলীকে হারিয়ে যেমন শোকে কাতর পুরো পরিবারের তেমনি মুহূর্তেই হয়ে পড়েছে অসহায়। নিহত নেছার আলীর জানাজার নামাজ রাত ৯টায় গোলাপগঞ্জ সরকারী এমসি একাডেমী মাঠে নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন