গোলাপগঞ্জের কারিমিয়া খামারে দূর্বৃত্তের বিষ প্রয়োগে ৩৪০টি হাঁসের মৃত্যু

নোমান মাহফুজ, গোলাপগঞ্জঃ

গোলাপগঞ্জে কীটনাশক (বিষ) প্রয়োগ করে দূর্বৃত্ত কর্তৃক ৩৪০ টি হাঁসকে মারার খবর পাওয়া গেছে। ঘটনাটি সোমবার সকাল ১১টায় গোলাপগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের স্বরসতি কামারগাঁও খালের মুখে অবস্থিত কারিমিয়া খামার বাড়িতে ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে খামার বাড়ির পুকুরে দেখতে পাওয়া যায় হাসগুলো মরে ভেসে ওঠছে। তাই খামার মালিককে খবর দিলে তিনি সঙ্গে সঙ্গে উপজেলা প্রাণী সম্পদ অফিসে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত কর্মকর্তা বিশ প্রয়োগে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। তবে কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারছেন না খামারের মালিক বিলাল আহমদ। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি ।

এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর ফজলুল আলম অবগত আছেন বলে জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করার হয়নি।

শেয়ার করুন