মাহবুব সজীব, টরন্টোঃ
টরন্টো, কানাডায় বাংলাদেশী কমিউনিটির গাড়িপ্রেমীদের অতি পরিচিত সংগঠন গ্রীন এন্ড রেড হুইলার্স এর সামার কার মিট অনুষ্ঠিত হয়ে গেলো গত রবিবার, ৮ই সেপ্টেম্বর। হ্যারিস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পার্কে অনুষ্ঠিত গাড়ী প্রেমীদের এই মিলন মেলায় বাংলাদেশী-কানাডিয়ান তরুণদের উল্লেখযোগ্য অংশগ্রহণ দৃষ্টি আকর্ষণ করে কুইন্স স্ট্রিট ও ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন এলাকার সর্বস্তরের মানুষের। নির্ধারিত সময় বিকাল ৪ টা থেকেই নির্দিষ্ট স্থানে জড় হতে শুরু করেন গ্রীন এন্ড রেড হুইলার্স এর সদস্যরা। গ্রূপ অ্যাডমিন হামীদ এবং উপদেষ্টা আশিক গ্রূপের বাৎসরিক জনপ্রিয় কার্যক্রম স্বাধীনতা দিবস রেলী এবং রোড সেফটি ক্যাম্পেইন এর বিস্তারিত আলোচনা করেন। খুব শিগগিরই এবছরের রোড সেফটি ক্যাম্পেইন এর তারিখ ঘোষণা হবে এবং বরাবরের মতোই টরন্টো পুলিশ এর সহযোগিতায় এই পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে জানানো হয়। উক্ত অনুষ্ঠান এ আরো উপস্থিত ছিলেন কমিউনিটির জনপ্রিয় সংগঠক এবং গ্রূপের উপদেষ্টা রিজওয়ান রহমান। অনুষ্ঠানে গ্রীন এন্ড রেড হুইলার্স এর নতুন লোগো উন্মোচন করা হয় আর সংগঠনের ১১ সদস্যের কার্যকরী টীম ও ঘোষণা করা হয়। উলেখ্য যে গত দুই বছর ধরে টরন্টো পুলিশ বিভাগের সহযোগিতায় গ্রীন এন্ড রেড হুইলার্স এর আয়োজনে প্রতি মার্চ মাসে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে টরোন্টোতে বিশাল মোটর রেলী আয়োজিত হয়ে আসছে। নর্থ আমেরিকায় বাংলাদেশের বীরত্বময় ইতিহাসের কথা সগৌরবে তুলে ধরতে গ্রীন এন্ড রেড হুইলার্সই প্রথম এমন আয়োজন করে যা ইতিমধ্যেই মূলধারার মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।