কমলগঞ্জে সকল প্রার্থীকে শোকজ

  • মোহাম্মদ শাহ আলম চৌধুরী
    কমলগঞ্জ:
    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বণিক কল্যাণ সমিতির নির্বাচনে অংশগ্রহনকারি সকল প্রার্থীদের আচরণবিধি ভঙ্গের দায়ে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে।
    নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে, আগামি ২৭ তারিখে বণিক কল্যাণ সমিতি,শমশেরনগর’র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে গত ৭ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দের পর বিভিন্ন পদের ৩৮ জন প্রার্থী আনুষ্ঠানিক প্রচার-প্রচারনা শুরু করেন। এরই মাঝে নির্বাচন পরিচালনা কমিশনের বেধে দেয়া আচরণ বিধি প্রার্থীরা না মানার বিষয়টি কমিশনের গোচরীভূত হলে ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে রঙ্গীন ফেস্টুন সরানোর অনুরোধ ফেসবুকের মাধ্যমে জানানো হয়। আবার ১১ তারিখে সকল প্রার্থীকে রাত সাড়ে আটটায় ভিতর বাজারস্থ কমিশনের অস্থায়ী কার্যালয়ে ডেকে মৌখিকভাবে সতর্ক করা হয়। কিন্তু তাতেও পুরোপুরিভাবে আচরণবিধি না মানার ফলে গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) ৩৮ জন প্রার্থীকে একযোগে আচরণ বিধি ভঙ্গের দায়ে কেন প্রার্থীতা বাতিল করা যাইবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। যাহা রবিবার সন্ধ্যা ৭টা-রাত ৯টার মধ্যে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব প্রদানের জন্য বলা হয়।
    নোটিশ প্রাপ্তরা হলেন- সভাপতি পদে মো: আইয়ুব আলী (ছাতা), এম মাহমুদুর রহমান আলতা (আনারস) ও আব্দুল হান্নান (মোমবাতি)।
    সহসভাপতি পদে জামাল মিয়া (গরুর গাড়ী), মো: জিল্লুল হক মামুন (কাপ প্লেইট) ও আব্দুল মন্নান (টেবিল)। সাধারণ সম্পাদক পদে মো: আজিজুর রহমান মশাহিদ (ফুটবল), আব্দুস সামাদ সামাইল (দেয়াল ঘড়ি) ও শেখ আনোয়ার হোসেন রিমন (তালাচাবি)।
    সহসাধারণ সম্পাদক পদে বদিউল আলম বড়ভূইয়া (চশমা), এ করিম খান (সিএনজি) ও মো: আব্দুল মজিদ (বাইসাইকেল)।
    কোষ্যাধ্যক্ষ পদে জাহিদুল ইসলাম (গোলাপফুল) ও নির্মল কান্তি চন্দ (টিউবওয়েল)।
    প্রচার সম্পাদক পদে মো: মামুন হোসেন হাসিব (মাইক) ও মো: সোহেল আহমদ (টেলিভিশন)।
    সদস্য ১নং ওয়ার্ডে- আক্কল মিয়া (কলস), মো: নুর হোসেন (হাত পাখা), ফখর উদ্দিন লাভলু (মাছ), মোহন মিয়া (মই) ও মো: আব্দুস শহীদ (মোরগ)।
    ২নং ওয়ার্ডে- মো: আব্দুল আজিজ খান (কলস), আলী হাসান মুকিত (মাছ), মো: আব্দুল আহাদ (জগ), আশরাফুল ইসলাম সায়েম (টিয়া পাখি), মো: জলিল মিয়া (হাতপাখা), মো: ফিরোজ মিয়া (আম), মো: রুশন মিয়া (ডাব) ও স্বপন কুমার মল্লিক (মই)।
    ৩নং ওয়ার্ডে- সেলিম আহমদ (সেলাই মেশিন) আতাউর রহমান ইকবাল (মাছ), ইকবাল হোসেন (মই), মো: কয়েছ আহমদ (জগ), মো: খসরু মিয়া (আম), জাহিদুল ইসলাম (হাতপাখা), মো: আব্দুস শহীদ (ডাব), মো: শাহীন মিয়া (কলস) ও মো: সিরাজুল ইসলাম রুহেল (লাটিম)।
    বিষয়টির ব্যাপারে একাধিক প্রার্থী নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে সত্যতা স্বীকার করেন।
    নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো: আব্দুল মোহিত জানান, এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়, কালীবাড়ীসহ বিভিন্ন জায়গা থেকে আমরা অভিযোগ পেয়ে প্রার্থীদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। তারা আমাদের জানিয়েছেন মধ্যেই দেয়াল ও দরজায় আঠা দিয়ে লাগানো পোস্টার পরিঙ্কার করে ফেলবেন।
শেয়ার করুন