কু-প্রস্তাবে সাড়া না দেয়ায় মৌলভীবাজারে দশম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্চিত থানায় অভিযোগ

  • মৌলভীবাজার প্রতিনিধি.
    কু-প্রস্তাবে সাড়া না দেয়ায় মৌলভীবাজারের কুলাউড়ার একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীকে (১৬)-কে শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগে জাহির আহমদ চৌধুরী (৩৩) নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে।
    বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন শিক্ষার্থীও মা।
    তবে অভিযুক্ত জাহির কুলাউড়া সদর ইউনিয়নের শংকরপুর এলাকার মৃত সামছুদ্দিন চৌধুরীর ছেলে।
    থানার অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কুলাউড়া সদর ইউনিয়নের জনতা বাজার এলাকায় যাত্রীবহনকারী একটি সিএনজি অটোরিকশা থামায় মোটর-সাইকেল আরোহী জাহির। পরে সিএনজি গাড়ি থেকে ছাত্রীটিকে টেনে হিচড়ে রাস্তায় নামিয়ে তাকে শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুষি মারতে থাকে।
    মেয়েটির আর্তচিৎকারে আশেপাশের স্থানীয়রা ছুঁটে এলে সে ওই বখাটে যুবক পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় মেয়েটি উদ্ধার হয়। এর আগেরদিন মঙ্গলবার বিদ্যালয় প্রবেশের আগে গেইটে মেয়েটিকে আটকে উত্যক্ত করে এই যুবক। মেয়েটি বিদ্যালয়ের শিক্ষক ও বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এতে জাহির ক্ষিপ্ত হয়ে এই হামলা করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
    বেশ কয়েকদিন ধরে মেয়েটি স্কুলে আসা-যাওয়ার পথে রাস্তায় উত্যক্ত করতো ওই যুবক। বিভিন্ন কুপ্রস্তাব দিলে মেয়েটি তা প্রত্যাখ্যান করে।
    মেয়েটির পরিবার জানায়,বখাটেদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।এদের কারনে আমাদের মা-বোন নিরাপত্তাহীনতায় ভোগছে। আমি তার শাস্তি চাই।’
    কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ‘এঘটনায় মেয়েটির মা একটি লিখিত অভিযোগ থানায় দায়ের করেছেন। অভিযুক্ত জাহিরকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
শেয়ার করুন