জালালাবাদ বার্তাঃ
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সংক্রান্তে এক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইন্স বীরমুক্তিযোদ্ধা শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিলেট জেলার ১৩টি উপজেলার পূজা-উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, বাংলাদেশ হচ্ছে অসাম্প্রদায়িক দেশ। এখানে যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব অত্যন্ত আনন্দঘন পরিশেষে উদ্যাপন করে আসছেন। তিনি আরো বলেন, হিন্দুরা সংখ্যালঘু নন, মহান মুক্তিযোদ্ধে এদেশের হিন্দু ভাইদের ভ‚মিকা ছিল উল্লেখযোগ্য। সব ধর্মের মানুষ এই দেশের গর্বিত উত্তরাধিকারী। প্রতিবছরের ন্যায় এবারও সিলেট জেলার ১১টি থানায় ৪৫৬টি পূজা মন্ডপে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপিত হবে। এজন্য জেলা পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ও নিরাপত্তা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে পুলিশের মনিটরিং কার্যক্রম থাকবে। কোন দূষ্কৃতিকারী চক্র দুর্গাপূজায় কোন ধরনের নাশকতা মূলক কর্মকান্ড যাতে সংঘটিত করতে না পারে এজন্য তিনি হিন্দু সম্প্রদায় সহ সকল মহলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার দক্ষিণ ইমাম মোহাম্মদ শাদিক, অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল সুদীপত্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল সাইফুল ইসলাম, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদের জেলার নেতৃবৃন্দের মধ্যে এডভোকেট রঞ্জন ঘোষ, রজত কান্তি ভট্টাচার্য, মৃত্যুঞ্জয় দেব ভোলা, গোপিকা শ্যাম পুরকায়স্থ, শওকত আলী, বিরাজ মাধব চক্রবর্তী মানস। এছাড়াও সিলেটের বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তা, ১৩টি থানার অফিসার ইনচার্জ, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা পুলিশ লাইন্সের আঙ্গিনায় ফলজ গাছের চারা রোপন করেন পুলিশ কর্মকর্তাগণ।