জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর শহরের চামড়া গুদাম মোড় সংলগ্ন আমেনা জেনারেল হাসপাতলের পরিচালক ডা. এস এম এনামুল হক বিদ্যুৎ ৮ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার হয়েছে।
জানা যায়, সারা দেশের ন্যায় জামালপুরেও পুলিশ সুপার দেলোয়ার হোসেন পি পি এম এর নির্দশে মাদক বিরোধি অভিযান চলমান। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের এস আই জহির, এস আই সাইফুল, এস আই নুরুল ইসলাম, এ এস আই আবুল হাসান, এ এস আই আব্দুস ছাত্তার সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার বিকালে আমেনা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে হাসপাতালের পরিচালক ডা. এস এম এনামুল হক বিদ্যুৎ কে ৮ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান বলেন, মাদক দ্রব্য আইনে এস এম এনামুল হক বিদ্যুৎ এর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে কোর্টে প্রেরন করা হয়েছে।