- সৈয়দ ছায়েদ আহমদ,
মৌলভীবাজার ও হবিগঞ্জের মুক্তিযোদ্ধা হিসেবে অর্ন্তভুক্তির জন্য আবেদনের প্রেক্ষিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উদ্যোগে ‘ক’ তালিকাভুক্ত ব্যক্তিগনের যাচাই-বাছাই করা হয়।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা ইসস্টিটিউট(পিডিইউ) মিলনায়তনে এ জামুকা কর্তৃক যাচাই-বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য ও সংসদীয় অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ড. মো: আব্দুস শহীদ এমপি। উপস্থিত ছিলেন জামুকার ডিজি মো: জাহাঙ্গীর হোসেন ও সহকারী পরিচালক সুলেমান কবির। এসময় মৌলভীবাজার ও হবিগঞ্জের প্রতিটি উপজেলার ১১৩ জন। জামুকার সহকারী পরিচালক সুলেমান কবির, মৌলভীবাজার ও হবিগঞ্জের প্রতিটি উপজেলার ১১৩ জন এবং সিলেট ও সুনামগঞ্জের ১৯৬ জনকে যাচাই বাছাইয়ে ডাকা হলেও বেশ কয়েকজন অনুউপস্থিত রয়েছেন। - উল্লেখ্য, গতকাল সিলেট সার্কিট হাউসে সিলেট ও সুনামগঞ্জের ১৯৬ জনকে যাচাই বাছাই করা হয়। উভয় জায়গাতেই কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা উপস্থিত হননি।
মৌলভীবাজার ও হবিগঞ্জের মুক্তিযোদ্ধা হিসেবে অর্ন্তভুক্তির জন্য ‘ক’ শ্রেণীর মুক্তিযোদ্ধাদের জামুকা কর্তৃক যাচাই-বাচাই
শেয়ার করুন