-
মৌলভীবাজার প্রতিনিধি.
মৌলভীবাজারে অপহরণের তিন দিনের মধ্যে কিশোর মাসুম আহমেদ (১৪) সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ ও মুক্তিপণ দাবিকারী দুইজন গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশ বলেছে,নিজেরাই অপহরণ নাটক সাজিয়েছেন।
অপহৃত মাসুম আহমেদ রাজনগর উপজেলার ভূজবল গ্রামের কাতার প্রবাসী তাজিল মিয়ার ছেলে। অপহৃত মাসুম রাজনগর উপজেলার হাজী গজনফর আলী উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র।
গ্রেফতারকৃতরা হলেন, একই গ্রামের অপহৃত মাসুমের চাচাতো ভাই সালমান মিয়া ও সামাদ মিয়া।
তারা পুলিশের কাছে অপহরণ ও মুক্তিপণের ১০ লাখ টাকা দাবির কথা স্বীকার করেছেন।
পুলিশ ও অপহৃতের পরিবার জানান, রাজনগর উপজেলার হাজী গজনফর আলী উচ্চ বিদ্যালয় ছাত্র। গত মঙ্গলবার বিকালে বিকালে চুল কাটার বলে সে আর বাড়ি ফিরেনি। এরপর তার পরিবার তাকে খোঁজাখুজি করে তার কোন সন্ধান পায়নি। রাত ১টার দিকে তার মায়ের ফোনে কল আসে। ফোন কল রিসিভের পর অপর প্রান্ত থেকে বলা হয় ১০ লক্ষ টাকার দিলে ছেলেকে ফিরিয়ে দেয়া হবে। এ ঘটনায় বুধবার রাজনগর থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরী করা হয়। ডায়েরী নং ৮১৫। ডায়েরী করেন মাসুমের চাচা এরপর থেকে পরিবারের কাছে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করে অপহরণকারী। পরে থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে কিশোর মাসুম উদ্ধার করা হয়। অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রাজনগর থানার ওসি মো. আবুল হাসেম বলেন, অপহৃত ও অপহরণকারী একই গোষ্ঠির। তারা পরিকল্পনা করে অপহরণ নাটকের চক তৈরি করেন। অপহৃত কিশোর মাসুমের বাবা কাতার প্রবাসী যারজন্য মুক্তিপণ দাবি করলে টাকা পাওয়া যাবে বলে এই মর্মে নাটক সাজিয়েছেন।’
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.রাশেদুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন,শুক্রবার সন্ধ্যায় সিলেট হুমায়ন চত্বর এলাকা থেকে অপহৃত কিশোর মাসুমকে উদ্ধার করা হয়। এসময় দুজন অপহরণকারী গ্রেফতার করা হয়। নিজেরাই পরিকল্পনা করে অপহরণ নাটক সাজিয়েছে বলে তিনি জানান।
মৌলভীবাজারে স্কুল থেকে অপহৃত কিশোর সিলেট থেকে উদ্ধার- মুক্তিপণ দাবিকারী গ্রেফতার -২
শেয়ার করুন