রোটারি ক্লাব অফ টরন্টো ডেনফোর্থের ‘রোটারি ফাউন্ডেশন ওয়াক’ সম্পন্ন

সুহেল ইবনে ইসহাক, টরন্টোঃ

মানবতার জন্য রোটারি ফাউন্ডেশনবিষয়কে উপজীব্ব্য করে রোটারি ক্লাব অফ টরন্টো ডেনফোর্থেরফাউন্ডেশন ওয়াক সম্পন্ন হয়েছে গত ২২ সেপ্টেম্বর রোববার সকাল ১০ ঘটিকার সময় ডেন্টোনিয়া পার্ক সকার ফিল্ড হতে ফাউন্ডেশন ওয়াক টি শুরু হয়ে ডানফোর্থ এভিনিউ  প্রদক্ষিণ করে আবার ডেন্টোনিয়া পার্কে এসে সমাপ্ত হয়

উপস্থিত রোটারিয়ানবৃন্দ রোটারি ফাউন্ডেশনকে সহযোগিতার প্রথম পদক্ষেপ হিসেবে পাঁচ হাজার মার্কিন ডলার অনুদান করার প্রতিশ্রুতি প্রদান করেন ক্লাব প্রেসিডেন্ট মুজিবুর রহমান জানান, পরবর্তীতে এই অনুদানের অঙ্ক আরো বৃদ্ধি করার চেষ্টা করা হবে

রোটারি ক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও পরিবারের সদস্যবৃন্দ উক্ত ফাউন্ডেশন  ওয়াক সানন্দে অংশগ্রহণ করেন ফাউন্ডেশন ওয়াক শেষে পারিবারিক ব্যবস্থাপনায় মুখরোচক খাবারের আয়োজন করা হয়  আকর্ষণীয় সকল পুরস্কার নিয়ে রাফেল ড্র এর আয়োজন ছিল সর্বশেষে আর্তমানবতার সেবায় রোটারি ফাউন্ডেশনের বিশ্ব ব্যাপী কর্মযজ্ঞের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন ক্লাব ট্রেইনার, চার্টার প্রেসিডেন্ট ফরিদ সিদ্দিকী, পাস্ট প্রেসিডেন্ট খোরশেদ খান, পাস্ট  প্রেসিডেন্ট মঈন চৌধুরী, প্রেসিডেন্ট ইলেক্ট সাকলাইন জায়গীরদার ও ক্লাব প্রেসিডেন্ট মুজিবুর রহমান

ক্লাব প্রেসিডেন্ট মুজিবুর রহমান সেক্রেটারি মিজানুর রহমান চৌধুরী উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ, রোটারি পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় ব্যবসায়ীবৃন্দ সহ সবাইকেরোটারি ফাউন্ডেশন ওয়াকে”  অংশগ্রহণ করায় কৃতজ্ঞতা অভিনন্দন জানান। 

শেয়ার করুন