গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ সরকার জনগণের সরকার। এ সরকারের আমলে বাজেটের ১৪% সামাজিক নিরাপত্তা বেষ্টনী খ্যাতে ব্যয় হচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের ভাতা সমূহ জিটুপি পদ্ধতিতে প্রদান সরকারের প্রশংসনীয় একটি উদ্যোগ। এর ফলে ভাতার জন্য আর কাউকে কষ্ট করে লাইনে দাঁড়াতে হবেনা। ঘরে বসেই ভাতার টাকা মোবাইলে চলে আসবে।
তিনি সোমবার (২৩ই সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে সমাজসেবা অধিদফতরের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের ভাতা সমূহ জিটুপি পদ্ধতিতে প্রদানের লক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসের সহকারী সাহেদ আরবীর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, ফুলবাড়ি ইউপির চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছল, বাদেপাশা ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ, শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান এম এ মুহিত হীরা, বাঘা ইউপির চেয়ারম্যান ছানা মিয়া, ভাদেশ্বর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলা উদ্দিন, লক্ষণাবন্দ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজু আহমদ। উপস্থিত ছিলেন আমুড়া ইউপি সদস্য যুবলীগ নেতা তারেক আহমদ, তুহিনুল হক তুহিন, নুরুল ইসলাম, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ ফাহাদ হোসাইন প্রমুখ।