বাংলাদেশ পরিবেশ সংবাদিক ফোরাম-শ্রীমঙ্গল কমিটি গঠিত

 
মৌলভীবাজার : বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম (এফইজেবি) শ্রীমঙ্গল কমিটি গঠিত হয়েছে। শ্রীমঙ্গল প্রেসক্লাবে সোমবার (২৩ সেপ্টেম্বর ২০১৯) রাতে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলীর সভাপত্বিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি সৈয়দ মহসিন পারভেজ এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী।
সভায় সর্বসম্মতিক্রমে বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন (ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট, বাংলানিউজ) ‘সভাপতি’ এবং সৈয়দ ছায়েদ আহমদ-কে (মৌলভীবাজার জেলা প্রতিনিধি, দৈনিক আলোকিত বাংলাদেশ) ‘সাধারণ সম্পাদক’ ঘোষণা করে তেরো সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম (মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ঢাকা ট্রিবিউন / বাংলা ট্রিবিউন), সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জসিম (শ্রীমঙ্গল প্রতিনিধি, দৈনিক ইনকিলাব), কোষাধ্যক্ষ এম মুসলিম চৌধুরী (শ্রীমঙ্গল প্রতিনিধি, দৈনিক দিনের শেষে) ।
নির্বাহী সদস্যরা হলেন- বিশ্বজ্যোতি চৌধুরী (শ্রীমঙ্গল প্রতিনিধি, দৈনিক কালের কণ্ঠ, ইসমাইল মাহমুদ (প্রধান সম্পাদক, সাপ্তাহিক শ্রীমঙ্গল পরিক্রমা), এম ইদ্রিস আলী (শ্রীমঙ্গল প্রতিনিধি, দৈনিক মানবজমিন), স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদিক আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল প্রতিনিধি, মোহনা টিভি এবং বাংলাদেশের খবর), দীপংকর ভট্টাচার্য লিটন (শ্রীমঙ্গল প্রতিনিধি বাংলাদেশ প্রতিদিন), অনুজ কান্তি দাস (শ্রীমঙ্গল প্রতিনিধি, দৈনিক ইত্তেফাক), সুমন মিয়া (শ্রীমঙ্গল প্রতিনিধি, আমাদের নতুন সময়) এবং ফারুক মিয়া (শ্রীমঙ্গল প্রতিনিধি, দৈনিক মানবকণ্ঠ) ।
পরিবেশ ও জীববৈচিত্র্য বিষয়ক নানা সচেতনতামূলক কর্মসূচি পালনের সিদ্ধান্ত সভায় গৃহীত হয়। উল্লেখ্য, ১৯৮৩ সাল থেকে পরিবেশ বিষয়ক সাংবাদিকদের এ সংগঠনটি পরিবেশ বিষয়ক বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে।
শেয়ার করুন