সুনামগঞ্জের দিরাইয়ে নৌকা ডুবে চার শিশু নিহত

  • সুনামগঞ্জ প্রতিনিধি..
  • সুনামগঞ্জের দিরাইয়ে নৌকা ডুবে চার শিশু নিহত হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ১৫ জন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালিয়াকোটা হাওরের করচা বিলে এ ঘটনা ঘটে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
  • নিহত চার শিশুর মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে। তারা হলো– উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের বাবুলের ছেলে শামীম (২) ও বদরুল মিয়ার ছেলে আবির (৩)। বাকি দুইজনের নাম না পাওয়া গেলেও জানা গেছে, একজন নোয়ারচর গ্রামের আবজল মিয়ার ছেলে ও অন্যজন পেরুয়া গ্রামের ফিরুজের ছেলে।
  • স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে মাছিমপুর গ্রাম থেকে ৩০ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা পেরুয়া গ্রামে যাচ্ছিল। পথে কালিয়া কোটা হাওরের করচা বিলে ঝড়ো বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে চার শিশু মারা যায়। পরে আশেপাশের লোকজন নৌকা নিয়ে গিয়ে কয়েকজনকে উদ্ধার করেন। তবে এখনও ১৫ জন নিখোঁজ রয়েছেন।
  • রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজোয়ান খান বলেন, ‘আমি এখন ঘটনাস্থলে যাচ্ছি। দিরাই থানার পুলিশও ঘটনাস্থলে রওনা দিয়েছে। তবে আবহওয়া খারাপ থাকায় হাওর পথে যেতে অনেক সমস্যা হচ্ছে।’
  • ওসি কে এম নজরুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলের পথে রয়েছে। এখনপর্যন্ত চারজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।’
শেয়ার করুন