সরকারি এম এম কলেজের দ্বিতীয় বর্ষের(উচ্চ মাধ্যমিক) ছাত্র যুবায়ের বিন মকলেস।ছোট বেলা থেকেই গভীর অনুরাগ স্কাউটের প্রতি।ইচ্ছে ছিলো নিজেও একজন স্কাউট কর্মী হবে।তার স্বপ্ন পূরণ হয় ২০০৯ সালে।দ্বিতীয় শ্রেণীতে পড়াকালীন সময় শিক্ষক আব্দুর রশিদের হাত ধরে যাত্রা শুরু করে স্কাউট জগতে।স্কাউটের “Do a good turn Daily” স্লোগান কে সামনে রেখে ক্যাম্পিং এর মাধ্যমে যুবায়ের শিখতে থাকে স্কাউটের কাপ শাখার মৌলিক বিষয় সমূহ। ২০১২ সালে পঞ্চম শ্রেনীতে পড়াকালীন সময়ে যুবায়ের অর্জন করে শাপলা কাব অ্যাওয়ার্ড।ফলশ্রুতিতে উৎসাহ উদ্দীপনা আরো বৃদ্ধি পায়।ঝিকরগাছা এম,এল মডেল স্কুলে অধ্যয়ন কালীন সময়ে স্থানীয় বিভিন্ন সেচ্ছাসেবা মূলক কাজ কাজে অংশ নেয় যুবায়ের।পাশাপাশি চলতে থাকে জাতীয় দিবস গুলোতে স্কুলের পক্ষ থেকে প্যারেডে অংশগ্রহণ।
২০১৭ সালে স্কাউটিং এ সমাজ সেবায় অবদান রাখার জন্য যুবায়ের কে প্রদান করা হয় সমাজ উন্নায়ন অ্যাওয়ার্ড-২০১৭।একই বছর যুবায়ের অর্জন করে স্কাউটিং শাখার সর্বচ্চো অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট স্কাউট’ অ্যাওয়ার্ড।
বর্তমানে যুবায়ের যশোর,সাতক্ষীরা,খুলনাসহ বিভিন্ন জেলাতে স্কাউট ক্যাম্পিং কার্যক্রমে অংশগ্রহণ ও তদারকি করছে।
সে ভবিষ্যতে একজন সৎ ও যোগ্য প্রশাসনিক কর্মকর্তা হয়ে দেশ ও মানুষের সেবা করতে চাই।পাশাপাশি স্কাউটিং কার্যক্রম বৃদ্ধির লক্ষে নিবেদিত প্রাণ হতে চাই।