-
-
শখ করে প্রায়ই বাড়ির কাছ দিয়ে চলে যাওয়া মনু নদে মাছ ধরতে নামেন শিবলু মিয়া। তাঁর বাড়ি
-
মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায়। জাল দিয়ে মাছ ধরেন তিনি। তাঁর জালে উঠে আসে রিটা, ছোট বাগাড়, আইড়, বাটাসহ বিভিন্ন ধরনের মাছ। এতেই তাঁর আনন্দ। গতকাল শুক্রবার তাঁর জালে ধরা পড়ে দেড় মণের বাগাড়।
-
শিবলু মিয়া জানান, গতকাল রাত ১১টার দিকে তিনি টের পান, জালে বড় কিছু আটকা পড়েছে। প্রথমে ধারণা করেছিলেন, শক্ত কোনো কিছুতে জাল আটকে গেছে। কিন্তু কিছুক্ষণের মধ্যে তিনি নিশ্চিত হন—অন্য কিছু নয়, এটি বড় আকারের কোনো মাছ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীরসহ আরও কয়েকজনকে নিয়ে জাল টেনে নৌকার ওপর তোলার পর দেখেন, জালে ধরা পড়া মাছটি বিশাল আকারের একটি বাগাড়। মাছটির ওজন প্রায় ৬৫ কেজি।
-
শিবলু মিয়া জানান, অনেক দিন ধরেই মনু নদে মাছ ধরছেন তিনি। এর আগে কখনো এত বড় মাছ তাঁর জালে ধরা পড়েনি। এটাই তাঁর জালে ধরা প্রথম বড় বাগাড় মাছ।
-
আজ শনিবার সকালে ৯০০ টাকা কেজি দরে একজন পাইকারের কাছে তিনি মাছটির বেশির ভাগ অংশ বিক্রি করে দিয়েছেন। বাকিটা নিজেদের খাওয়ার জন্যও রেখেছেন।
বাগাড় মাছটির ওজন প্রায় ৬৫ কেজি
শেয়ার করুন