কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
কলাপাড়া ছাত্র কল্যাণ পরিষদের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর (রবিবার) কলাপাড়া ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ হাসানুজ্জামান (অমি গাজী) কর্তৃক অনুমোদিত কমিটি ঘোষণা করেন কলাপাড়া ছাত্র কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক আশিকুল ইসলাম (আশিক)।
মনিরুল ইসলাম ইমন কে সভাপতি, হাসিবুল তালুকদার কে সহ-সভাপতি, মোঃইসুব কে সাধারন সম্পাদক ও রাকিবুল ইসলাম কে যুগ্ম সাধারন সম্পাদক ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কমিটি ঘোষণার পর সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের অধ্যক্ষ শহিদুল আলম ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
দারিদ্রতায় নিস্পেসিত ছাত্র-ছাত্রীদের অধ্যয়নে সার্বিক সহযোগিতা প্রদান, বিপদাপন্ন ছাত্র-ছাত্রীদের সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করনে কল্যাণ মূলক কার্যক্রম গ্রহন, শিশু শিক্ষা ও শিশুদের সামাজিক অর্থিক উন্নয়ন, মূল্যবোধের বিকাশ ও মানবাধিকার উন্নয়ন, প্রতিবন্ধীদের বিকাশে সহয়তা প্রদান এবং জাতীয় দিবস সহ ক্রীড়া ও সাংস্কৃতি অনুষ্ঠান উদযাপন ও বিস্তারে পদক্ষেপ গ্রহন, এর লক্ষে ২০১৪ সালের ১ জুলাই কলাপাড়া ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠিতা মোঃ হাসানুজ্জামান (অমি গাজী) প্রথমে কলাপাড়া ছাত্র কল্যাণ ক্লাব নাম করন করে সংগঠন প্রতিষ্ঠা করে। ২০১৭ সালে ৪ই মে কলাপাড়া ছাত্র কল্যাণ ক্লাবের মাসিক সভায় ক্লাবের সাধারন সম্পাদক এর প্রস্তাবে এবং ৫৩ জন সদস্য এর সম্মতিক্রমে কলাপাড়া ছাত্র কল্যাণ ক্লাব এর নাম পরিবর্তন করে কলাপাড়া ছাত্র কল্যাণ পরিষদ/ক্লাব (KSWC) নাম করন করা হয়।
কলাপাড়া ছাত্র কল্যাণ পরিষদ/ক্লাব ইহা একটি সেচ্ছাসেবী অরাজনৈতিক প্রতিষ্ঠান। দারিদ্রসীমার অধ্যয়নে সুযোগ হতে বঞ্চিত ছাত্র-ছাত্রীদের অধ্যয়নে সুযোগদান সহ-ছাত্র কল্যাণেব্রত কার্যাদি সম্পন্ন সহ- সমাজের অবহেলিত যুবক, যুবতী সহ- বেকার বয়স্ক নারী পুরুষদের দৈহিক,সামাজিক, অর্থনৈতিক, বৃত্তি মূলক, শিক্ষা,সামাজিক শিক্ষা, আয় বর্ধক মূলক প্রশিক্ষণ এবং কর্মসূচীর মাধ্যমে দির্ঘ ৫ বছর পর্যন্ত সমাজ সেবায় গৌরব, সফল্য এর সাথে কাজ করে আসছে।