মৌলভীবাজারে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

  • স্টাফ রিপোর্টার. বয়সে সমতার পথে যাত্রা, এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজারে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১ অক্টোবর সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ এর অেেয়াজনে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরেরর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মশাহিদ আহমদ চন্নু, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মো. আজির উদ্দিন, সৈয়দ এনায়েত উল্লাহ ,মতিউর রহমান, সৈয়দ মুজিবুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আদিল মোত্তাকিম,
    রাজনগর উপজেলা সমাজসেবা অফিসার সুমন দেবনাথ, আজমল আহমদ চৌধুরী, নজরুল ইসলাম মুহিব।
শেয়ার করুন