রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর ডা: বেথ সিলবি’র রোটারি ক্লাবের অফিসিয়াল ভিসিট সম্পন্ন

সুহেল ইবনে ইসহা, টরন্টো, কানাডাঃ

রোটারি মানবতার জন্য সেবাধর্মী একটি আন্তর্জাতিক সংগঠন একটি রোটারি ক্লাবকে পরিসেবামুখী  অধি সক্রিয় করার জন্য প্রত্যেক রোটারি ক্লাবে রোটারি ডিস্ট্রিক্ট গভর্নরের বার্ষিক অফিসিয়াল ভিসিট অত্যাবশ্যক রোটারির কার্যক্রম সুচারু ভাবে সম্পন্ন করা, রোটারিকে জানা, ক্লাবকে অধিক সক্রিয় করা, নতুন সদস্যদেরকে রোটারি প্রকল্প সমূহে নিযুক্ত রাখতে ক্লাবে ডিস্ট্রিক্ট গভর্নরের অফিসিয়াল ভিসিট বিপুল গুরুত্ব বহন করে

রোটারি ক্লাব অফ টরন্টো ডেনফোর্থের কার্যক্রমের ধারাবাহিকতায় বছরের ডিস্ট্রিক্ট গভর্নরের অফিসিয়াল ভিসিট গত রোববার বিকেল ঘটিকার সময় ডেনফোর্থস্থ রেডিহট তান্দুরীর কনফারেন্স হলে সম্পন্ন হয় ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মুজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অফিসিয়াল বক্তব্য রাখেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৭০৭০, কানাডার গভর্নর   ডক্টর বেথ সিলভি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর জিম লৌটিটবিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট অ্যাসিস্ট্যান্ট গভর্নর রণ মিলার

রোটারিয়ান সুহেল আহমদের কানাডা জাতীয় সংগীত পরিবেশনা রোটারিয়ান ... ইউসুফ এর রোটারি প্রত্যয় পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া  অনুষ্ঠানে গভর্নরের অফিসিয়াল কার্যক্রম সম্পাদন শেষে ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মিজানুর রহমান ক্লাবের রিপোর্ট উপস্থাপন করেন ধন্যবাদ প্রস্তাব রাখেন রোটারিয়ান হুসাইনুজ্জামান পরিশেষে আপ্যায়নের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। 

শেয়ার করুন