গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
গোলাপগঞ্জের উত্তর বাদেপাশা ইউনিয়নের খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টায় বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আওলাদ আলীর সভাপতিত্বে ও মোহাম্মদ জহিরুল ইসলামের পরিচালনায় শুরুতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাক আহমদ, বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেমপু চন্দ্র দাস, ২ নং ওয়ার্ডের সদস্য মোঃ এনামূল কবির এনাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: ফজলুর রহমান, ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী জামিল আহমদ তাফাদার, সমাজসেবক খলিলুর রহমান, সহকারী শিক্ষক শাহনাজ বেগম।
এসময় উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ মুরব্বী আবু বক্কর সিদ্দিক, শামীম আহমদ, কমিটির সদস্য সুমন আহমদ, মিসবাহ উদ্দিন, কামাল আহমদ, সেলিম উদ্দিন, আলীম উদ্দিন, জামাল আহমদ, শিপলু আহমদ, সিলেট ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: নাইমুল ইসলাম প্রমূখ।